ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শতাধিক শিশুর জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। 

১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসবে শিশুরা পায় নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদী ও বিভিন্ন ধরনের চকলেট।

ঈদের আনন্দ সবার জন্য ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করেন বলে জানান ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু।

তিনি বলেন, 'আমাদের ছোট্ট বন্ধুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। প্রতিটি শিশুর মুখে হাসি দেখাই আমাদের মূল প্রেরণা।'

ফ্লাওয়ার্স বাংলাদেশ শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান তৈরি, মাদকবিরোধী জনসচেতনতা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ঈদ আয়োজনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজের আরও সংগঠনকে উৎসাহিত করবে।

ফ্লাওয়ার্স বাংলাদেশের এই মানবিক উদ্যোগ যেন আরও বিস্তৃত হয় এবং সমাজের প্রতিটি শিশুর জীবন আনন্দে ভরে ওঠে—এমন প্রত্যাশা সকলের।

/আআ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি